৭ জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে মমতার সভা

0
3

দল ছাড়ার পর শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূল (TMC) নেতারা বলেছিলেন, “ক্ষমতা থাকলে নন্দীগ্রামে জিতে দেখাক শুভেন্দু”! এবার আসরে নামছেন খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৭ জানুয়ারি তৃণমূল নেত্রী সভা করবেন শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram)। তেখালি মাঠে হবে সেই জনসভা।

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের সময় থেকে পরিবর্তনের আরেক নাম ছিল নন্দীগ্রাম। ঠিক তার ১০ বছর
পর ফের রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে নন্দীগ্রাম।
তাই একুশের হাইভোল্টেজ নির্বাচনের কথা মাথায় রেখে নতুন বছরের শুরুতে প্রচারে ঝড় তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন নন্দীগ্রামকেই।

শুভেন্দু দল ছাড়ার পর তাঁরই বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছে। নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শহিদ জননী ফিরোজা বিবিও ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দুর উপর। ২০১৬ সালে ফিরোজা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় শুভেন্দুকে নিজের জেতা আসন ছেড়ে দিয়েছিলেন। তারপর মমতা নন্দীগ্রামে সভা করে শুভেন্দুকে জিতিয়ে মন্ত্রী সভায় আনার ঘোষণা করেছিলেন এবং তেমনটাই হয়েছিল। সেই শুভেন্দু-ই এখন ভোটের আগে তৃণমূল ছেড়ে বিরোধী শিবিরে নাম লেখায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে নন্দীগ্রাম জুড়ে। এবার সেই নন্দীগ্রামে জনসভা করে তৃণমূল নেত্রী কী বার্তা দেন সেটাই দেখার!