বড়দিনের বড় খবর! দার্জিলিঙে চালু হচ্ছে টয়ট্রেন

0
1

বড়দিনের বড় খবর! দার্জিলিং (Darjeeling) টু ঘুম (Ghum) জয় রাইড (Joy Ride) ফের চালু হচ্ছে। ২৫ ডিসেম্বর (December) শুক্রবার থেকে ফের চালু হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলের (Himalayan Rail) জয় রাইড। আপাতত দার্জিলিং থেকে ঘুম অবধি প্রতিদিন (Daily) তিনটি জয় রাইড হবে। এরপর পর্যায়ক্রমে দার্জিলিং ও শিলিগুড়ি (Siliguri) সেকশনে টয়ট্রেন (Toytrain) চালানো হবে। বৃহস্পতিবার, সকালে উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NEFR) প্রধান মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শুভানন চন্দ (Shubhanan Chanda) একথা জানান।

কোভিড ১৯ পরিস্থিতিতে মার্চ মাস থেকে টয় ট্রেন চলাচল বন্ধ করে দেয় দার্জিলিং হিমালয়ান রেল। সম্প্রতি দার্জিলিং হিমালয়ান রেলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে ফের টয় ট্রেন চালুর জন্য অনুমতি চাওয়া হয়। চলতি সপ্তাহে সেই অনুমতি মেলে। তার পরে রেলের তরফে রেললাইন (Railline) পরীক্ষা করা হয়। জয় রাইড চালু হলেও যাত্রীরা যাতে কঠোরভাবে রাজ্যের কোভিড বিধি মেনে চলেন সে দিকে নজর রাখবে রেল।