২০২২ সালে আইপিএল( IPL) খেলবে ১০ দল। বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নেওয়া হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভায়( bcci agm)। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এটি ছিল একটি প্রধান বিষয়।

২০২১ থেকে আইপিএল এ দল বাড়বে কিনা তা নিয়ে ছিল সংশয়। কিন্তু বৃহস্পতিবারের সভায় ঠিক হয় যে ২০২১ নয়, ২০২২ সালে আইপিএল দলের সংখ্যা ৮ থেকে বেড়ে হবে ১০।
এদিকে ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আইসিসির( Icc) দাবিকে সমর্থন জানালো বিসিসিআই । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে কিছু বিষয় জেনে নেওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় ভারতী ক্রিকেট কন্ট্রোল বোর্ড।। তবে এই টুর্নামেন্টটি হবে টি-২০ ফর্মাটে।
বোর্ডের সহ সভাপতি কে হবে তা নিয়ে ছিল বেশ জল্পনা। সেই জল্পনার ও অবশান হয় আজ। বোর্ডের ভাইস প্রেসিডেন্ট করা হয় রাজীব শুক্লকে। এদিকে আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটিতে ভারতের প্রতিনিধি হিসাবে থাকছেন বোর্ড সচিব জয় শাহ।
আরও পড়ুন:বরখাস্ত না পদত্যাগ? কেভিপি রাও কে নিয়ে জল্পনা তুঙ্গে ক্রিকেটমহলে



































































































































