হুগলি জেলা পরিষদের অধ্যক্ষের ঘরে তালা পড়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও কর্মীদের একাংশ সমীরণ মিত্রের (Samiran Mitra) ঘরে তালা দিয়ে দেন। শুভেন্দু অধিকারী (Suvendu Adikari) ঘনিষ্ঠ বলে পরিচিত সমীরণ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন বলে খবর। কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী ( Manoj Chakraborty) বলেন, “তৃণমূলের (Tmc) থেকে নির্বাচিত হয়ে অধক্ষের পদ পেয়েছেন সমীরণ মিত্র। কিন্তু তিনি আমাদের দল ছেড়ে অন্য দলে যাবেন। আর পদাধিকারী হয়ে থাকবেন সেটা আমার মেনে নিতেই পারছি না।তাই তাঁর ঘরে তালা-চাবি (Lock and Key) দিয়ে দেওয়া হয়েছে”।
এমনকী তিনি জেলা পরিষদে ঢোকার চেষ্টা করলে তাঁকে ঢুকতে দেওয়া হবে নাবলেও জানান তিনি। অন্যদিকে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু মুখোপাধ্যায় (Shsntanu Mukherjee) জানান, দল যা নির্দেশ দেবে সেই মতো কাজ হবে। “তবে অন্য দলে চলে গিয়েছেন আবার আমাদের দলের পদে থাকবেন এটাও মানা যায় না”।
তবে যাই হোক এবার হুগলি জেলা পরিষদে শুভেন্দুর অনুগামীদের সঙ্গে তৃণমূলের সংঘাত লেগে গেল তা বলাই যায়।
আরও পড়ুন-সায়ন্তনের পরে এবার অগ্নিমিত্রাকে শোকজ গেরুয়া শিবিরের
 
 
 
 
 
 





























































































































