মুকুলের বাড়িতে শুভেন্দু, সৌজন্য সাক্ষাৎ না রণকৌশল?

0
3

বিজেপিতে যোগ দিয়েই প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। আগামি দিনের রণকৌশল নিয়ে আলোচনা বলে সূত্রের খবর। কিন্তু শুভেন্দু দাবি করেন, সৌজন্য সাক্ষাৎ।

বিকেলে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের (Mukul Roy) সল্টলেকের বাড়িতে হঠাৎই হাজির হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা গিয়েছে, ৩০ মিনিট পরেই শুভেন্দু মুকুলের বাড়ি থেকে বেরিয়ে যান। মুকুল বলেছেন, “শুভেন্দু গণআন্দোলনের ফসল। ওঁকে অনেক কাছ থেকে দেখেছি। রাজনৈতিক কারণে আমাদের দূরত্ব ছিল। আমি বিজেপি নেতা ও তৃণমূলে ছিল। এখন একই দলে আছি। ও মনে করেছে মুকুলদা-র সঙ্গে দেখা করে আসি। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ।’

মুকুলের বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু জানিয়েছেন, একই দলে আছি তাই এসেছি।

আরও পড়ুন : বাংলাকে গুজরাট বানাতে দেব না: হালকা মেজাজেও কড়া বার্তা মমতার