ভাড়া বৃদ্ধির দাবিতে শহরের ৮টি রুটে আজ থেকে বন্ধ বেসরকারি বাস পরিষেবা

0
1

ডিজেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ভাড়া বৃদ্ধির দাবিতে আজ, বুধবার থেকে কলকাতার ৮টি গুরুত্বপূর্ণ রুটে বেসরকারি বাস বন্ধ হতে চলেছে।

রুটগুলি হল –

১২ রাজাবাগান-রাজাবাজার
১২-এ রাজাবাগান-হাওড়া
১২বি কমল টকিজ- এসপ্লানেড
১২এডি আক্রাফটক-হাওড়া
৩৯ পিকনিক গার্ডেন-হাইকোর্ট
৩৯এ/২ হাওড়া স্টেশন-ভোজেরহাট
৩৯ হাওড়া স্টেশন-ভিআইপি বাজার

এই রুটগুলি বেঙ্গল বাস সিন্ডিকেটের আওতাভুক্ত।

সংগঠনের সহ-সভাপতি সুরজিৎ সাহার কথায়, তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বাস চালাতে পারছেন না মালিকরা। তার উপর পুরনো ভাড়ায় পরিষেবা দিতে গিয়ে প্রতিদিন মোটা টাকা লোকসান হচ্ছে। মালিকদের পেটে লাথি পড়েছে। তাই বাস চালানো কঠিন হয়ে উঠছে।