শহরে ফের অগ্নিকাণ্ড। এই নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দুটি অগ্নিকাণ্ড শহরে। গতকাল বাইপাসের ধারের পূর্বাশা আবাসনের পাশের ঝুপড়িতে আগুন লাগার ঘটনার পর আজ, বুধবার ফের অগ্নিকাণ্ড কলকাতার বুকে।
আজ, বুধবার আগুন লাগল বাগুইআটির চালপট্টিতে। যে দোকানে আগুন লেগেছে সেটি একটি বেডিং স্টোর বলেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। জনবসতি পূর্ণ এলাকা বলে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক রয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। তবে এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি ঠিক কীভাবে এই আগুন লাগল তাও জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন- বাংলাকে গুজরাট বানাতে দেব না: হালকা মেজাজেও কড়া বার্তা মমতার

































































































































