সিবিআই চত্বরে কুণাল: আমি বাঘছাল পরা বেড়াল নই

0
3

বুধবার বিধাননগরে সিবিআই দপ্তরে গেছিলেন কুণাল ঘোষ। পরে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন:

1) আমি টেকনিকাল কারণে এসেছিল। কাল পূর্বস্থলী দলের জনসভায় যাব। জামিনের শর্ত অনুযায়ী তার ইনটিমেশন দিতে।

2) আমি বাঘছাল পরা বেড়াল নই। আমি জানি আমার মামলা কেন্দ্রীয় এজেন্সির হাতে রয়েছে। তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে আমি মাথা উঁচু করে তৃণমূল করছি। কারণ আমি কোনো অন্যায় করিনি। চক্রান্ত হয়েছিল। যারা চক্রান্তের কারিগর, তাদের 90% এখন বিজেপিতে। সারদা, নারদা থেকে বাঁচতে তারা বিজেপির মঞ্চে গিয়ে বড় বড় কথা বলছে। আমি বাঘছাল পরা বিড়াল নই। আমি নীতিগত কারণে নিজের দলেই আছি এবং লড়াই করছি।

2) যারা কয়লা, গরু নিয়ে ইঙ্গিতপূর্ণ কুৎসা করছে, তারা একটা প্রমাণ দেখাক। ক্ষমতা থাকলে নাম করে বলুক। তাদেরই তো নারদায় টাকা নিতে দেখা গিয়েছে। বিজেপি তখন যাদের গ্রেপ্তার দাবি করেছিল, এখন এজেন্সির শিকল পরিয়ে তাদেরই নিজেদের মঞ্চে তুলছে।

3) আদি বিজেপিকর্মীরা ভাবুন এখন কারা মাথায় এসে বসছে। সুজাতা খাঁ তো বলেইছেন তৃণমূলের বি টিম হয়ে গেছে বিজেপি। ওটা করব কেন? করলে এ টিম করব। যাদের বিরুদ্ধেই বিজেপির নানা অভিযোগ ছিল, তারা এখন সেই দলে। এই রাজনীতিটা করবেন কেন? ভাবুন। করলে বাংলার স্বার্থে তৃণমূল করুন।

4) বিজেপি এখন তিন রকম। আদি, তৎকাল আর পরিযায়ী। এদের মধ্যে মারামারি চলছে। আসলে শীতকালে সার্কাস আসে। এখন বন্যপ্রাণ আইন অনুযায়ী বাঘ, সিংহের খেলা বন্ধ। সার্কাসে থাকে জোকার, কাকাতুয়া আর টিয়া। আদি, তৎকাল আর পরিযায়ী।

আরও পড়ুন- বিচ্ছিন্নতাবাদীদের গালে জোরাল থাপ্পড় মেরেছে উপত্যকার নির্বাচনী ফল: রবিশঙ্কর প্রসাদ