শুভেন্দুর দলবদলকে কেন ঘরে ফেরা বললেন দিলীপ? চাঞ্চল্য

0
1

দল বদল নয়, শুভেন্দু অধিকারীর বিজেপিতে আসাকে ঘরওয়াপসি বলে বর্ণনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগদানের দিনে শুভেন্দু জানিয়েছিলেন, তাঁর সঙ্গে অমিত শাহের সম্পর্ক অনেক বছরের। আর ঠিক তিন দিনের মাথায় দিলীপ ঘোষ বললেন, ও তো ঘরে ফিরল। কেন বললেন? বিজেপির একটি সূত্র জানাচ্ছে এই সূত্র সংঘ পরিবারও হতে পারে।দিলীপ পূর্বস্থলীতে দলীয় জনসভায় দাঁড়িয়ে বললেন, শুভেন্দুর ওপেনিং ইনিংস দেখলাম। বাংলায় পরিবর্তন হচ্ছেই।

দিলীপ আগাগোড়া ছিলেন আক্রমণাত্মক। দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে দোষারোপ করেন। বলেন, আমফানের টাকা চুরি করে এই সরকারের নেতাদের আঙুল ফুলে কলাগাছ। রেশনের চাল-গম থেকে, টেট পরীক্ষা, সবেতেই দুর্নীতির অভিযোগ তোলেন। বলেন, রাজ্যের মানুষ চাইছে এই সরকার এবার যাক। আগামী ভোটে সেই ফলই দেখা যাবে। এদিনের সভায় বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী।