এই মুহুর্তে অস্ট্রেলিয়ায়র সিডনিতে ( Australia) ১৪ দিনের কোয়ারেন্টাইনে (Quarantine)রয়েছেন রোহিত শর্মা( Rohit Sharma)। দুই শয্যার অ্যাপার্টমেন্টে কোয়ারেন্টাইনে ভারতের হিট ম্যাট। সেই ঘরের মধ্যেই ফিটনেসের ওপর জোর দিচ্ছেন রোহিত।
২৬ তারিখ মেলবোর্নে (Melbourne) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট( 2nd Test) ম্যাচ খেলতে নামছে ভারতীয়( India) দল। সেই ম্যাচে পাওয়া যাবে না রোহিত শর্মাকে। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। আপাতত সিডনিতে দুই শয্যায় অ্যাপার্টমেন্টে ফিটনেসে জোর দিচ্ছেন রোহিত।
ভারতীয় দলের মেন্টাল কন্ডিশনিং কোচ পার্থ বারানসী বলছেন, “১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন রোহিত শর্মা। তৃতীয় টেস্টের জন্য নিজেকে তৈরি করছেন তিনি। মাঠে নামতে মুখিয়ে ভারতের হিট ম্যান।
আরও পড়ুন:ঋষভের জায়গায় কে এল রাহুলকে চাইছেন গাভাস্কার