সাতসকালে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন প্রমোটারকে, চাঞ্চল্য মধ্যমগ্রামে

0
2

বাড়ির অদূরেই গুলি করে খুন প্রোমোটারকে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের (Madhyamgram) রাজবাটী এলাকায়। মৃত প্রোমোটারের নাম অশোক সর্দার। ঘটনায় তৃণমূলের (TMC) দিকেই অভিযোগের আঙুল তুলেছে মৃতের পরিবার।

পরিবার সূত্রে খবর, এদিন সকালে ওই ব্যক্তি হঠাতই খবর পান, তাঁর প্রজেক্ট এলাকায় গন্ডগোল হয়েছে। সঙ্গে সঙ্গে বেরিয়ে যান তিনি। সূত্রের খবর, সেখানকার জমিতে পাঁচিল দেওয়ার কাজে তদারকি করার সময়ই আচমকা তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। ব্যাবসায়ীর বুকে, পায়ে ও বেশ কয়েকটি জায়গায় গুলি লাগে।

সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতের ছেলে লাল্টু সর্দার জানিয়েছেন, তিনি বিজেপি–র যুব মোর্চার (BJP Yuva Morcha) সদস্য। সেই কারণেই তাঁকে পরিকল্পনা করে খুন করেছে তৃণমূল। অভিযোগ মৃতের ছেলের।

যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি জায়গা ও প্রোমোটিং নিয়ে বিবাদের জেরেই ঘটেছে এমন ঘটনা। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।