গণনা ভুল হলে কাজ ছাড়ার ঘোষণা, বিজেপি নেতাদের চ্যালেঞ্জ পিকের

0
1

টুইট ছাড়বেন বলার 24 ঘণ্টার মধ্যেই কাজ ছেড়ে দেবেন বলেও জানালেন প্রশান্ত কিশোর (Prashant Kishor), অবশ্য যদি তাঁর গণনা হয় তাহলে। আর একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতৃত্বের দিকে। সোমবার, প্রশান্ত কিশোরের একটি টুইট ঘিরে বিতর্ক শুরু হয়। সেখানে পিকে দাবি করেন, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অঙ্কের আসন সংখ্যা পেরোতে পারবে না৷ তাঁর কথা না মিললে টুইট করাই ছেড়ে দেবেন বলে জানান তিনি৷

প্ৰশান্ত কিশোর অভিযোগ, “বিজেপির (Bjp) সমর্থনকারী একশ্রেণির সংবাদমাধ্যম হাইপ তৈরি করছে। কিন্তু বাস্তবে বাংলায় বিজেপি দুই অঙ্কের আসন পেরতে হিমশিম খাবে”। বিজেপি এর থেকে ভাল ফল করলে তিনি টুইট করাই ছেডে় দেবেন বলেও দাবি করেন পিকে।

আরও পড়ুন – বাংলায় বিজেপি দু’অঙ্ক পার করতে পারবে না, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশান্ত কিশোর

এই মন্তব্য ঘিরে প্রশান্ত কিশোরের সমালোচনায় নেমে পড়েন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Bijaybargya), বাবুল সুপ্রিয়(Babul Supriya), দিলীপ ঘোষরা(Dilip Ghosh)। কটাক্ষ করেন তাঁকে।

এরপরেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে প্রশান্ত কিশোর প্রশ্ন করেন, “আমার কথা যদি মিলে যায়, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়র, দিলীপ ঘোষরা রাজনীতি ছেড়ে দেবেন? আমি অন রেকর্ড বলেছি আমার গণণা যদি ভুল হলে আমি কাজ ছেড়ে দেব”।

পিকের এই আত্মবিশ্বাসী মন্তব্যের পরে তা নিয়ে আলোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। তাঁর এই চ্যালেঞ্জ তৃণমূল শিবিরে শাস্তি দিচ্ছে। তবে, বিজেপি এখনও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। টুইটার ছেড়ে দেওয়ার পরেরদিনই কাজ ছেড়ে দেওয়ার কথা বলে পিকে যে নিজের আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তা মানছেন সকলে।