বাইপাসের ধারে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল

0
1

সল্টলেক পূর্বাশা আবাসনের পাশের ঝুপড়িতে আগুন। ইতিমধ্যেই, ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দীর্ঘ এক ঘন্টা ধরে চেষ্টা চালানোর পরেও, এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তেজ বেশি থাকায় তা ছড়িয়ে পড়ছে দ্রুতই। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল।

আগুনের গ্রাসে ৩৫টিরও বেশি ঝুপড়ি। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। ঘটনার জেরে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে রাস্তা। অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাস্তা। বেলেঘাটা কানেক্টরে নিয়ন্ত্রিত যান চলাচল।

আরও পড়ুন:আমরা কোন বিজেপি? আদি-নব সংঘাতে এবার চাঞ্চল্য গাইঘাটায়

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরফাদ হাকিম ও সাধন পাণ্ডে। কিভাবে আগুন লাগলো তা বলা যায়নি। আপাতত আগুন নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা পাশে আছেন। ক্ষয়ক্ষতি যা হয়েছে, তা যথাসাধ্য পূরণের চেষ্টা করা হবে।