অধ্যক্ষের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে গ্রেফতার অধ্যাপক

0
1

হাবড়া কলেজের অধ্যক্ষকে নীচু জাতের বলে কটাক্ষ করলেন ওই কলেজেরই অধ্যাপক। তার এই মন্তব্যের জেরে হাবড়ার প্রফুল্লনগরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। প্রায় মাসখানেক আগে হাবড়া শ্রীচৈতন্য কলেজ এই ঘটনা ঘটে। ওই কলেজের অধ্যক্ষ ইন্দ্রমোহন মন্ডলকে নীচু জাতের বলে মন্তব্য করেন কলেজের অধ্যাপক অলোক কুমার চক্রবর্তী ।

আরও পড়ুন-দলবদলে ডিভোর্স নোটিশ: বিজেপির মহিলা মোর্চা নীরব কেন!

তার এই মন্তব্যের পরেই কলেজে অচলাবস্থার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত তাকে গ্রেফতারের পর অবস্থা নিয়ন্ত্রণে আসে। প্রশ্ন উঠেছে, একজন অধ্যাপক তার কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার আগে কেন ভাবলেন না।