করোনার জেরে ফের একবার বড়সড় ধাক্কা খেল শেয়ার বাজার

0
1

ব্রিটেনে আবারো করোনার প্রভাব বেড়েছে ব্যাপকভাবে আর তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। বিশ্ব অর্থনীতি ধ্বংসের প্রভাব দালাল স্ট্রিটকেও এড়াতে পারল না। বড়সড় পতনের মুখে পড়ল শেয়ার বাজার। এক ধাক্কায় প্রায় তিন শতাংশ পতন হয় সেনসেক্সে। শেয়ার বাজারের এই পতনে জেরে এদিন বিনিয়োগকারীদের পকেট থেকে সোমবার ২১ ডিসেম্বর বেরিয়ে গেল সাত লক্ষ কোটি টাকা খসে যায়।

আরও পড়ুন:২২ ডিসেম্বর, মঙ্গলবারের বাজার দর

এদিন ১৪০০ পয়েন্ট পতন লক্ষ্য করা যায় সেনসেক্সে। এদিন বাজার বন্ধ হওয়ার মুহূর্তে সেনসেক্স গিয়ে ঠেকে ৪৫,৫৫৩.৯৬। এদিকে নিফটিরও পতন হয় এদিন। ১৩৩০০ পয়েন্টের নিচে নেমে যায় নিফটি। এদিন ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারে সব থেকে বড় ধাক্কা খেতে দেখা যায়। এছাড়া এদিন এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার সহ বাকি সব ক্ষেত্রের শেয়ারের দামেরই পতন হয় এদিন। এদিন বেলা দু’টো বেজে ৫৮ মিনিটে সেনসেক্স পড়ে ১৫৫৬.০৬ পয়েন্ট বা ৩.৩১ শতাংশ। তা স্থির হয় ৪৫৪০৪.৬৩ এর ঘরে। তাল মিলিয়ে নিফটি নামে ৫০১.৫ পয়েন্ট বা ৩.৬৪ শতাংশ। তা স্থির হয় ১৩২৫৯.০৫ এর ঘরে।