প্রথম টেস্টে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে ভারত, তার উপর দেশে ফিরে গিয়েছেন দলের অধিনায়ক তথা প্রধান ভরসা বিরাট কোহলি। এই অবস্থায় দাপুটে ফর্মে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে আদৌ কামব্যাক করতে পারবে কি না টিম ইন্ডিয়া, সে নিয়ে সংশয় রয়েইছে।
অ্যাডিলেড টেস্টে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী একটি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক । কী সেই সিদ্ধান্ত? শুভমান গিলের ওপর ভরসা না রেখে পৃথ্বী শ কে খেলানোর সিদ্ধান্ত নেন। যদিও পৃথ্বী শয়ের
পারফরম্যান্স যে ভীষণই খারাপ ছিল সে বিষয়ে কোনও সন্দেহ নেই । প্রথম ইনিংসে তিনি মিচেল স্টার্কের বলে শূন্য রানে বোল্ড হয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসেও মাত্র ৪ রান করে প্যাট কমিন্সের বলে বোল্ড হয়ে যান।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তার পারফরম্যান্স যথেষ্ট খারাপ ছিল। তারপরও রবি শাস্ত্রী তার ওপর ভরসা রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে তাকে ওপেনিংয়ের সুযোগ দেন।
বিশেষজ্ঞদের মত, পৃথ্বী শয়ের বদলে শুভমান গিলের ওপর ভরসা রাখলে ম্যাচের ফলাফল অন্যকিছু হতে পারত।
শুভমান এখনও পর্যন্ত ২৩টি প্রথম শ্রেণীর ম্যাচে ২২৭০ রান করেছেন। গড় ৪৫.৩৫ গিল ভালো শুরু করলে নিশ্চিতভাবেই ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।
































































































































