অসুস্থ শরীরেও বাড়ির কাজ, সন্তানদের জন্য রান্না করছেন, ভিডিও পোস্ট শ্রীলেখার

0
5

মা তো। তাই হাজার কষ্ট হলেও, বাচ্চারা কী খাবে, তার জন্য খেয়াল রাখতে হয়। তার ওপর যদি বাড়ির পরিচারিকা না আসেন, তাহলে আরও চাপ। সেই সমস্যাতেই পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রান্না চাপানো থেকে শুরু করে বাসন মাজা, সবটাই তিনি একা হাতে সামলাচ্ছেন। এদিকে তাঁর তিন সন্তান আবার খিদের চোটে অস্থির।

সমস্ত ছবিই উঠে এসেছে শ্রীলেখার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ” রিফ্রেশওয়ালা পোস্টের পরে, আমার ব্যথা সত্ত্বেও আমি ‘গৃহপরিচারিকা’ হয়ে উঠছি, কারণ দুই ‘মাসিই’ ছুটি নিয়েছে। তাই গৃহস্থালি কাজগুলো আমাকেই করতে হচ্ছে। বলো, আমায় দেখে তোমাদের কষ্ট হচ্ছে না? ধ্যাৎ, আমার কথাগুলো কেমন যেন জটিল শোনাচ্ছে। যাই হোক, বাড়তি সন্দেহ দূর করতে বলে রাখি, এই এত্ত বড় হাঁড়িতে আমার খাবার নয়, আমার ছানাপোনাদের খাবার বানাচ্ছি। #মাইরিলিজিয়ানঅফলাভ”

তা কী রান্না করলেন পোষ্য সন্তানদের জন্য?
অভিনেত্রী জানালেন বড় হাড়িতে একসঙ্গে রান্না হচ্ছে ভাত, ডাল, কুমড়ো ও মাংস। আর সেই গন্ধ পেয়ে তাঁর পাশে ঘুরঘুর করছে তিনজন। কখনও লাফিয়ে উঠছে মায়ের কোলে। শ্রীলেখা আরও দেখালেন সিঙ্কে জমেছে একাধিক বাসন। সেগুলোও তাঁকেই পরিষ্কার করতে হবে।

একথা বলতে বলতেই অনুরাগীদের উদ্দেশ্যে তিনি সুর করে বললেন, ‘তোমরা যে রকম ভাবো, সে রকম নয় বা আমি সে রকম নই গো’। এরপরই একটা কাপড় দিয়ে রান্নাঘরের টাইলস মুছতে মুছতে বললেন, ‘একটু পিটেপিটে আছি আমি’। ভিডিও যিনি বানিয়েছেন, তাঁকে দেখা যায়নি। তবে এই ভিডিও দেখে স্পষ্ট বোঝা যায়, আমার, আপনার মত আর পাঁচটা সাধারণ মানুষের মত তিনিও একহাতে ঘর, আরেক হাতে চাকরি সামলান।