দলবদল গড়াল ডিভোর্সে। সোমবার, বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি-র সাংসদ সৌমিত্র খাঁ-র (Soumitra Khan) স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mandal Khan)তৃণমূলে যোগ দেন। আগামী দিনে সৌমিত্র কি তৃণমূলে (TMC) যোগ দেবেন? এই প্রশ্নের জবাবে সুজাতা মন্তব্য করেন, যেদিন সুবুদ্ধি হবে, তিনিও সেদিন ফিরবেন। কিন্তু এর কয়েকঘণ্টার পরেই পটবদল।
সাংবাদিক বৈঠক করেন সৌমিত্র খাঁ। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্ত্রীর প্রতি একরাশ অভিমান প্রকাশ করেন বিজেপি (BJP)সাংসদ। তাঁর অভিযোগ, তৃণমূলই তাঁর ঘর ভেঙেছে। আর এরপরেই সৌমিত্র বলেন, “সুজাতা আমি তোমায় খাঁ পদবি থেকে মুক্তি দিলাম”।
সৌমিত্র জানান, সুজাতাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন তিনি। এখন দেখার, দলবদলের প্রভাবে এই পারিবারিক লড়াই কোথায় দাঁড়ায়।
আরও পড়ুন-তৃণমূলে নয়া চমক! ঘাসফুলে সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল






























































































































