রাজ্যবাসীর স্বস্তি, সপ্তাহের শুরুতেও বাড়ল না দাম

0
3

পুজোর মরশুমে দীর্ঘ ৪৮ দিন ধরে অপরিবর্তিত ছিল জ্বালানির দাম। মরশুম শেষ হতেই, গত ২০ নভেম্বরের পর থেকে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২.৬৫ টাকা। আর ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩.৪০ টাকা।

আজ সোমবার, পেট্রোল প্রতি লিটার দাম ৮৫.১৯ টাকা। ডিজেল প্রতি লিটার দাম ৭৭.৪৪ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী,

ডিজেলের দাম –
দিল্লি : ৭৩ টাকা ৮৭ পয়সা Delhi
মুম্বই: ৮০ টাকা ৫১ পয়সা Mumbai
চেন্নাই: ৭৯ টাকা ৩০ পয়সা Chennai
কলকাতা: ৭৭ টাকা ৪৪ পয়সা Kolkata

আরও পড়ুন : ২১ ডিসেম্বর, সোমবারের বাজার দর

পেট্রোলের দাম –
দিল্লি : ৮৩ টাকা ৭১ পয়সা
মুম্বই : ৯০ টাকা ৩৪ পয়সা
কলকাতা : ৮৫ টাকা ১৯ পয়সা
চেন্নাই : ৮৬ টাকা ৬১ পয়সা

বর্তমানে ভারতে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম আকাশ ছোঁয়া। এর মধ্যে পেট্রোলের দাম বাড়তে বাড়তে গত দু’বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। এই নিয়ে হইচই শুরু হওয়ার পরে সোমবারও অপরিবর্তিত থাকল জ্বালানির দাম (Petrol Diesel price today)। এই নিয়ে পরপর দুসপ্তাহ অপরিবর্তিত থাকল পেট্রোল ও ডিজেলের দাম।