শুটিং চলাকালীন অসুস্থ মিঠুন চক্রবর্তী

0
1

অসুস্থ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মুসৌরিতে (Mussoorie) শ্যুটিং চলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্যা কাশ্মীর ফাইলস’এর শুটিং চলছিল৷ বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার জেরে সাময়িকভাবে শ্যুটিং বন্ধ রয়েছে বলে খবর।

শনিবার একটি আউটডোর শ্যুটিং ছিল ‘দ্যা কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) টিমের৷ সেখানে মিঠুনের বড় একটি অ্যাকশন দৃশ্য শ্যুটের প্রস্তুতি নেওয়া হচ্ছিল৷ যখন থেকে তাঁর শরীর খারাপ হতে শুরু করে, তখনই শ্যুটিং থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক৷ কিন্তু অভিনেতা তা কিছুতেই থামাতে দেননি৷ তিনি নিজের অংশটি অভিনয় করেন৷ পরিচালক বিবেক জানান, একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং ছিল৷ পুরো অংশটাই ছিল মিঠুন চক্রবর্তীকে নিয়ে। অভিনেতার ফুড পয়জেনিং হয়৷ ফলে তিনি ঠিক করে দাঁড়িয়েও থাকতে পারছিলেন না৷ তবে একটি বিশ্রাম নিয়েই তিনি ফিরে আসেন শ্যুটিং ফ্লোরে৷ তাই কিছুটা বিরতির পর আবার শুরু হয় শ্যুটিং৷ এবং ছবির একটা বড় অংশের শ্যুট শেষ হয়৷

‘দ্যা কাশ্মীর ফাইলস’এর মূল চরিত্রে অভিনয় করছেন অনুপম খের (Anupam Kher)। ছবিটি মুক্তি পাবে ২০২১ সালে।

আরও পড়ুন-মরুরাজ্যে ৩৬ টি পুরপ্রধান পদে জয়ী কংগ্রেস, বিজেপি মাত্র ১২