ফের রাজ্যপালের নিশানায় রাজ্য ।সোমবার রাজভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তিনি বলেন, ‘দেশের সব কৃষক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন। একমাত্র বাংলার কৃষকরা সুবিধা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী বলেছেন, ওই টাকা আমাদের দিয়ে দিন। গোটা দেশ একপথে চলছে, বাংলা অন্যদিকে কেন?’ তিনি বলেন, ‘আমি এ নিয়ে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চিঠি লিখেছি, জবাব দেননি। জনস্বার্থের বিষয়ে সংঘাত কাম্য নয়,রাজনৈতিক সংঘাত নিয়ে আমি উদ্বিগ্ন নই। সংবিধানের সঙ্গে সংঘাত নিয়ে আমি উদ্বিগ্ন। তাঁর অভিযোগ, ‘পুলিশ-প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। কোন সংজ্ঞায় দেশের একজন নাগরিক বহিরাগত?’ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আমাকে চিঠি দিয়েছেন। গণতন্ত্রে বিরোধীদের ওপর আক্রমণ কাম্য নয়।’
পাশাপাশি, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প চালু করার প্রশ্নে কেন্দ্র-রাজ্য সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল।
ধনকড় বলেন, রাজ্যের সঙ্গে কেন্দ্রের রাজনৈতিক সংঘাত নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু সংবিধানে আঘাত? এটাই আমাকে পীড়া দেয়। এখানেই রাজ্যপালের কর্তব্যের কথা উঠে আসে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.