জনপ্রিয় বলিউড(Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুতের(Sushant Singh Rajput) মৃত্যু হয়েছে মাস ছয়েক আগে। তার মৃত্যুকে কেন্দ্র করে সারা পড়ে গিয়েছিল গোটা দেশে। সেই ঘটনার তদন্ত এখনো জারি রয়েছে। এরই মাঝে এবার অসুস্থ হয়ে হাসপাতালে(Hospital) ভর্তি হলেন সুশান্ত সিং রাজপুত এর বাবা কে কে সিং। জানা গিয়েছে, হৃদরোগে(Heart disease) আক্রান্ত হয়ে ফরিদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সুশান্ত সিং রাজপুতের পিতা।

আরও পড়ুন:এখনই CAA নয়, নিয়ম মেনেই IPS বদল: অমিত শাহ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) একটি ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কেকেসিং। সুশান্তের বাবার দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন তার দুই কন্যা প্রিয়াঙ্কা ও মিতু। তবে যে ছবি প্রকাশে এসেছে তাতে বেশ হাসিখুশি দেখা গিয়েছে তার দুই মেয়েকে। আর সেখান থেকেই এটা বেশ বোঝা যায় কেকে সিং এর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে ছবিটি সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হওয়ার পর যথেষ্ট উদ্বিগ্ন সুশান্তের অনুগামীরা। দ্রুত তাঁর বাবার আরোগ্য কামনা করেছেন সুশান্ত ভক্তরা।


































































































































