ব্রাজিলে সুনামি, সাক্ষী তামাম বিশ্ব!

0
1

সমুদ্রের জলের সুনামির সাক্ষী অনেকেই । কিন্তু কচ্ছপের সুনামি! নিশ্চই ভাবছেন, এও সম্ভব । যদিও বাস্তবে এমনই ঘটেছে । ব্রাজিলের একটি দ্বীপে, প্রায় লক্ষাধিক কচ্ছপ জমা হয়েছে। সেই লক্ষাধিক কচ্ছপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল । নেটিজেনরা এই মুহূর্তে মজেছেন এই কচ্ছপদের কাণ্ডকারখানায়।ব্রাজিলের আমাজন নদীর শাখা পারাস নদীর ধারে, একটি দ্বীপে এই দুর্লভ দৃশ্য দেখা গিয়েছে।
একটু খুলে বললেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে । আসলে প্রতি বছর এই নির্দিষ্ট সময়ে এই দ্বীপে ডিম পারার জন্য এবং প্রজননের জন্য সঙ্গী খুঁজতে জমায়েত হয় লক্ষাধিক কচ্ছপ। এই দ্বীপটি কচ্ছপের ডিম পাড়ার জন্য সংরক্ষিত এলাকা। এবছর করোনা এবং মহামারি পরিস্থিতির মধ্যেও কিন্তু তার কোনও অন্যথা হয়নি।
ওয়াইল্ড কনজারবেশন সোসাইটির পক্ষ থেকে ওই দ্বীপের ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, ব্রাজিলের ওই দ্বীপে ৯০ হাজারেরও বেশি জায়েন্ট সাউথ আমেরিকান রিভার প্রজাতির কচ্ছপ জড়ো হয়েছে। এখন সেখানে চলছে গণপ্রজানন।

 

ওয়াইল্ড কনজারবেশন সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, একদিনে প্রায় ৭১ হাজার প্রজনন ঘটেছে। পরের দিন আরও ২১ হাজার প্রজনন হয়েছে।
আর নেট দুনিয়ার দৌলতে এই বিরল দৃশ্যের সাক্ষী তামাম বিশ্ব ।আপনিই বা বাদ যাবেন কেন? একবার চোখ রেখেই দেখুন ভিডিওটিতে। হলফ করে বলতে পারি, মুগ্ধ হবেনই ।