ফের একবার সোশ্যাল মিডিয়ায় সমলোচনার মুখে পড়লেন, বিরাট কোহলি( Virat kohli) এবং অনুষ্কা শর্মা( Anushka sharma)। অস্ট্রেলিয়ার( Australia ) কাছে ৮ উইকেটে হারের পর, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়লেন বিরুষ্কা।


শনিবার অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ইনিংস এ ৩৬ রানে গুটিয়ে যায় ভারতীয় দল( India)। তারপরই একদল ক্রিকেটপ্রেমী আক্রমণ করে বসলেন বিরাট দম্পতিকে। সোশ্যাল মিডিয়ায় তাদেরকে উদ্দেশ্য করে ভাইরাল হয় একটি ছবিসহ লেখা। যেখানে লেখা রয়েছে, “অনুষ্কা প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে । হাসপাতাল যাওয়ার তাড়ায় তাড়াতাড়ি খেলা শেষ করেন বিরাট।” অস্ট্রেলিয়ার কাছে হারের পর এরকম ভাবেই আক্রমণ করা হয় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে।
আরও পড়ুন: বিরাটদের পাশে গাভাস্কার



































































































































