শেষ মুহূর্তে শাহি-মেনুতে রদবদল, দেখে নিন কী কী আছে মেনুতে

0
1

গতকাল মেদিনীপুর সফরে গিয়ে তিনি খেয়েছিলেন বালিজুড়ির কৃষক ঝুনু ওরফে সনাতন সিংয়ের বাড়িতে। বোলপুর (Bolpur) সফরে গিয়ে আজ, এক বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। রোববারের মধ্যাহ্ন-ভোজটা (Lunch) তিনি করবেন বীরভূমের রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে।

আরও পড়ুন : বালিজুড়িতে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ

রবিবার বিশ্বভারতীর অনুষ্ঠান শেষে রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ তাঁর বাড়িতে খাবেন, সেই উপলক্ষ্যে সকাল থেকেই বাড়িতে ছিল সাজো সাজো রব। তবে শেষ মূহুর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজের মেনুতে কিছু বদল আনা হয়েছে। আগে টমেটোর চাটনি করার কথা ভাবা হলেও, পরে তা বাদ দেওয়া হয়েছে মেনু থেকে। তার বদলে পায়েস ও টক দই খাবেন শাহ। যোগ হয়েছে আলু ভাজা ও স্যালাডও।

সর্বশেষ খবর অনুযায়ী, আজকের অমিত শাহর মধ্যাহ্নভোজের মেনুতে থাকছে ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি। স্যালাড, পায়েস, টক দইয়ের সঙ্গে থাকছে নলেন গুড়ের রসগোল্লাও।

বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন, আর তাঁর কাছে গান শুনবেন না, তা কি করে হয়। শিল্পীর কাছে গান শোনার পাশাপাশি, শিল্পীর বাড়ির শিব মন্দিরে পুজো দেবেন শাহ।

দুপুরের খাওয়া সেরে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন বোলপুর (Bolpur) ডাকবাংলোতে। হনুমান মন্দিরে পুজো দেওয়ার পরে বিজেপির (BJP) মিছিলে অংশ নেবেন তিনি। ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত মিছিল করার কথা রয়েছে দলের তরফে। সেই মিছিল শেষে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে অমিত শাহর।