বিরাটদের পাশে গাভাস্কার

0
3

ভারতীয় দলের পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার(Sunil Gavaskar)। পিঙ্ক বল টেস্টে( Pink ball test) ভারতের( india) লজ্জাজনক হারের পর, সমলোচনার ঝড় ওঠে ভারতের ব‍্যাটিং লাইন-আপ নিয়ে। এবার সেই নিয়ে ভারতীয় দলের পাশে দাঁড়ালেন প্রাক্তন এই ভারত অধিনায়ক।

শনিবার অ‍্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে হারে ভারতীয় দল। ম‍্যাচের দ্বিতীয় ইনিংস এ মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় বিরাট ব্রিগেড। এই নিয়ে গাভাস্কার বলেন, ” এই মুহুর্তে সেরা বোলিং লাইন হল অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার এই বোলারদের সামনে যে কোনও দলই ভেঙে পড়বে। তবে ৩৬ রানে সব উইকেট হারানো ভালো লাগছে না। সেটা কখনওই দেখতে ভাল লাগে না। তবে হ‍্যাজলউড, প‍্যাটক‍্যামিন্সরা দুরন্ত বোলিং করেছে। ”

আরও পড়ুন:জয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড