ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি

0
2

চোটের কারনে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia )বাকি টেস্ট থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি( Mohamad Shami)। শনিবার পিঙ্ক বল টেস্টের( Pink ball teast)তৃতীয় দিনে চোট পান তিনি। যার কারনে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট থেকে পাওয়া যাবে না শামিকে।

ম‍্যাচে ভারতের দ্বিতীয় ইনিংসে ২১.২ ওভারে অস্ট্রেলিয়ার পেসার প‍্যাট ক‍্যামিন্সের বল এসে লাগে মহম্মদ শামির ডানহাতে। আর ব‍্যাট করতে পারেননি তিনি। মাঠ ছাড়েন শামি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে হাতের স্ক‍্যান করা হয়। স্ক‍্যানের রিপোর্টে দেখা যায় ডানহাতের হাড় ভেঙে গিয়েছে ভারতীর দলের এই পেসারের। চিকিৎসকেরা বলেছেন এই মুহূর্তে মাঠে নামতে পারবেন না মহম্মদ শামি।

পিঙ্ক বোল টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারল ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ২৬ শে ডিসেম্বর। তার আগে মহম্মদ শামির ছিটকে যাওয়া চিন্তায় রাখছে দ্বিতীয় টেস্টের অধিনায়ক অজিঙ্কে রাহানেকে।

আরও পড়ুন:বিরাটদের পাশে গাভাস্কার