আগামী ৫ জানুয়ারি বা তার দু-একদিন আগে-পরের কোনও তারিখে পূর্ব মেদিনীপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দুর দল বদলকে হাতিয়ার করেই মমতার সম্ভাব্য সভাস্থল শুভেন্দুর গড় নন্দীগ্রাম। শোনা যাচ্ছে, নন্দীগ্রাম কলেজ মাঠেই মমতার সভা হবে৷
তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম থেকেই গেরুয়া শিবিরকে ধাক্কা দিতে চান তৃণমূল সুপ্রিমো৷ জেলা তৃণমূল সূত্রেরও খবর, একুশের জানুয়ারির প্রথমেই নন্দীগ্রামে সভা করতে পারেন মমতা৷

আরও পড়ুন : অভিষকই ফ্যাক্টর, বারবার বুঝিয়ে দিলেন অমিত শাহ থেকে শুভেন্দু
প্রসঙ্গত, ২০০৯ সালের লোকসভা ভোটে তমলুক কেন্দ্রের প্রার্থী শুভেন্দু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে অনেক ভোটে এগিয়ে ছিলেন। ২০১৬ সালে ওই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকেই জিতে শুভেন্দু এ রাজ্যের মন্ত্রী হন। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ায় পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সংগঠন ভেঙ্গে পড়তে পারে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা৷ সম্ভবত, তা বুঝেই পূর্ব মেদিনীপুরে যেতে পারেন মমতা। তৃণমূলের জেলা সহ-সভাপতি অখিল গিরি শনিবার জানিয়েছেন, “মমতাদি জেলায় আসতে রাজি হয়েছেন। তবে এখনও দিন স্থির হয়নি। সবুজ সঙ্কেত পেলেই ঝাঁপিয়ে পড়বো”৷



































































































































