শনিবার অমিত শাহের (Amit shah) জনসভায় তৃণমূলের দলছুটদের বিজেপিতে যোগদানের হিড়িক লাগতে পারে। এমতাবস্থায় বিধানসভা ভোটের (Assembly Election) আগে দলকে ইতিবাচক থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
দলের একটা অংশের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে অনেকেই বিচলিত। এই বিষয়টি নিয়েই শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির মিটিং ডেকেছিলেন। সেখানে শীর্ষস্থানীয় সব নেতাই হাজির ছিলেন বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

সূত্রের খবর, কোর কমিটির এই বৈঠকে দলনেত্রীর সকলকে স্পষ্ট বার্তা দেন, “কে রইল, কে গেল তাতে কিছু যায় আসে না। দল অনেক বড়। যাঁরা যাচ্ছে তাঁরা দলের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। ভাল হচ্ছে ওঁরা নিজেরাই ছেড়ে দিচ্ছে। তাই ওসব ভুলে সবাই মিলে নির্বাচনে ঝাঁপাতে হবে। অমাদের জয় নিশ্চিত।”
তৃণমূলে ভাঙন ধরাতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির (BJP)। নির্বাচনের আগে তৃণমূলের একাধিক বড় নেতাকে দলে টেনে শাসক দলের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার কৌশল তাদের। এই পরিস্থিতিতে কোর কমিটির বৈঠকে নেতৃত্বকে সদর্থক থাকা ও আশঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী।
আগামীতে দলকে একজোট হয়ে লড়াইয়ের বার্তাও দেন মমতা। সূত্রের খবর, তিনি বলেছেন, “সবাই মিলে নির্বাচনে ঝাঁপাতে হবে। ১০ বছরে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হয়েছে, তা অন্য রাজ্যে হয়নি। দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। মানুষ আমাদের সঙ্গেই আছে। ভয় পাওয়ার কারণ নেই।”
আরও পড়ুন- নিজেদের যোগ্যতা নেই, “ব্যাভিচারী”দের টেনে দল চালাচ্ছে BJP: কটাক্ষ কাকলির































































































































