নভেম্বরের প্রথম সপ্তাহের পরে ফের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বঙ্গ সফরে অমিত শাহ (amit shah) । শুক্রবার গভীর রাতে তিনি কলকাতায় (kolkata)আসেন।
শনিবার সকালে কর্মসূচি শুরু করেন উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের(swami vivekananda) জন্মভিটে পরিদর্শন দিয়ে। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ স্বামী বিবেকানন্দের জন্মভিটেয় যান।
স্বামীজির জন্মভিটে পরিদর্শনের পরেই অমিত শাহ হেলিকপ্টারে মেদিনীপুরের(medinipore) উদ্দেশে রওনা দেন। বেলা বারোটা নাগাদ সেখানকার সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন তিনি। এরপর তিনি যাবেন ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতে । সেখানে ক্ষুদিরাম বসুর(khudiram basu) প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর পরিজনদের সংবর্ধনা দেন। এরপর অমিত শাহ(amit shaw) যাবেন হবিবপুরের সিদ্ধেশ্বরী মন্দিরে। বেলা ১টা নাগাদ দেবী মহামায়ার মন্দিরে পুজো দেবেন তিনি।
বেলা দেড়টার সময় বেলিজুড়ে গ্রামের কৃষক পরিবারের মধ্যাহ্ন ভোজন সারবেন অমিত শাহ।
দুপুর দুটোয় মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে(medinipore college ground) সভা অমিত শাহের।
সেই সভার দিকে নজর সবার। সেই সভায় শুভেন্দু অধিকারী(subhendu adhikari)-সহ বেশ কয়েকজনের বিজেপিতে যোগদান করার কথা। তালিকায় সিপিএম এবং কংগ্রেসের বিধায়করা থাকবেন বলেই জানা গিয়েছে।
মেদিনীপুরের কর্মসূচি সেরে বিকেলে কলকাতায় ফিরবেন অমিত শাহ। রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্য সফর ঘিরে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.