অস্ট্রেলিয়ার( Australia ) বিরুদ্ধে প্রথম টেস্টে হার ভারতের। পিঙ্ক বল টেস্টে( Pink ball test) ৮ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে এদিন ‘বিরাট লজ্জা’ ভারতের( India) ব্যাটিং লাইনে। মাত্র ৩৬ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে তৃতীয় দিনে শুরুতেই ৯ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। এদিন ভারতের কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের বেশি রানের সংখ্যা পাড় করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্ছ রান ময়ঙ্ক আগরওয়ালের( Mayank agarwal )। তার রান সংখ্যা মাত্র ৯ । এর বেশি কেউ আর রানের সংখ্যা বাড়াতে পারেনি। ভারতের ব্যাটিং লাইনের চিত্রটা ঠিক এরকম, বুমরার ঝুলিতে আসে ২ রান। শূন্যরানে আউট হন পুজারা, রাহানে এবং অশ্বিন । ক্যাপেন্ট কোহলি( Virat kohli) করেন ৪ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন হ্যাজেলউড এবং ৪ উইকেট নেন প্যাট ক্যামিন্স। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৫১ রান করেন বার্নস। ৩৩ রান করেন ওয়াডে। ভারতের হয়ে একটি উইকেট নেন অশ্বিন।
দ্বিতীয় দিনের শেষে যা ছবি ছিল, তৃতীয় দিনের শুরুতে একেবারেই সামনে আসে অন্যছবি। ভারতীয় ব্যাটস ম্যানদের রীতিমতো শাষন করল অজি বোলাররা। এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। ভারতের বিরুদ্ধে এই জয়ের ফলে মোট ৮টি পিঙ্ক বোল টেস্ট জয়ের অস্ট্রেলিয়ার।
আরও পড়ুন :দলে কারা আজ যোগ দেবেন, তা এখনও জানেন না বঙ্গ-বিজেপি নেতারাও



































































































































