চোরাচালান-অনুপ্রবেশ নিয়ে এনআইএ-র সঙ্গে বৈঠক অমিতের, রিপোর্ট তলব

0
2

সূচি মতোই সফরের প্রথমদিনের শুরুতেই এনআইএ-র সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। চোরাচালান ও অনুপ্রবেশ নিয়ে এনআইএ-র কর্তাদের সঙ্গে তাঁর আলোচনা হয় বলে সূত্রের খবর। ১৫ মিনিট বৈঠকের পরে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট (Report) তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিউটাউনের (Newtown) পাঁচতারা হোটেলে ( Five Star) রয়েছেন অমিত শাহ, শনিবার সকালে ওই হোটেলেই সকালে জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি।

বেশ কিছুদিন ধরেই গরু পাচার নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। গরু পাচারে জড়িত ব্যবসায়ীর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে বিএসএফের (BSF) এক কর্তাকে। আরও বেশ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে যতই কেন্দ্র অভিযোগের চেষ্টা করুক না কেন, সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। সেই কারণে গরু পাচার বা অনুপ্রবেশে সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা গাফিলতির অভিযোগ তোলে বিরোধীরা। এই পরিস্থিতিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-অমিত শাহের সভায় ভাষণ দেবেন ৪ জন, শুভেন্দু দ্বিতীয় বক্তা