বেলা তিনটেয় মেদিনীপুরের কলেজ মাঠে অমিত শাহের (Amit Shah) সভার বক্তা-তালিকায় মোট চারটি নাম রয়েছে৷ এই সভার যে কর্মসূচি বিজেপি (BJP) তৈরি করেছে, তাতে প্রথম বক্তার নাম মুকুল রায়ের (Mukul Roy)। তিনিই আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীকে বিজেপি-তে স্বাগত জানাবেন। মুকুলের পরেই বক্তব্য রাখবেন শুভেন্দু ৷ মুকুল তাঁকে বিজেপি-তে স্বাগত জানাবেন আর তারপর বলতে উঠবেন তিনি। শুভেন্দুর পর ভাষণ দেবেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবং সবশেষে অমিত শাহ। তবে বক্তা তালিকায় এখনও শুভেন্দুর নাম রাখা হয়নি৷ সেইস্থানে আছে তিনটি ডট৷
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, অমিত শাহের হাত থেকেই বিজেপি-র গেরুয়া পতাকা নেবেন শুভেন্দু। তবে তাঁর সঙ্গে যাঁরা এদিন বিজেপি-তে যোগ দেবেন, তাঁদের হাতে পতাকা তুলে দেবেন অন্য নেতারা।
আরও পড়ুন-স্বামীজীর দেখানো পথে আমরা এগোতে চাই: অমিত শাহ