শিলিগুড়িতে বিজেপির (BJP) উত্তরকন্যা অভিযানে যোগ দিতে গিয়ে নিহত উলেন রায়ের পরিবারের পাশে বিশ্ব হিন্দু পরিষদ। তাঁদের সংগঠনের পক্ষ থেকে পরিবারের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দিলেন প্রতিনিধিদলের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদের (VHP) জলপাইগুড়ি জেলার সভাপতি দুলালচন্দ্র রায় এও আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে উলেন রায়ের সমাধির পাশে যদি স্মৃতিসৌধ তৈরি করা হয়, তাহলে আর্থিক সাহায্য করা হবে।
দুলালচন্দ্র রায় বলেন, ‘আমরা বরাবর হিন্দুদের পাশে দাঁড়িয়েছি। মৃত উলেন রায়ের বাড়িতে এসে তাঁর আত্মার শান্তি কামনা করলাম। তাঁর স্মৃতিসৌধ নির্মাণের জন্য আর্থিক সাহায্য করব। সবসময় পরিবারের পাশে থাকব।’
কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির মতোই উলেন রায়ের মৃত্যুকে হাতিয়ার করে উত্তরবঙ্গে রাজবংশীদের সমর্থন আদায়ের লক্ষ্যে ময়দানে নামল বিশ্ব হিন্দু পরিষদও (Vishwa Hindu Parishad)।
আরও পড়ুন : প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, ধুন্ধুমার বিধান ভবনে


































































































































