পশ্চিমবঙ্গে কর্তব্যরত তিন IPS-এর ডেপুটেশন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। এবার গড়াতে চলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে মামলাটি শেষপর্যন্ত উঠলে কী রায় শীর্ষ আদালত সেদিকেই এখন তাকিয়ে সংশ্লিষ্ট মহল।
সূত্রের খবর, কেন্দ্রের নির্দেশ মতো আজ, শুক্রবারই তিন IPS রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী ও ভোলানাথ পাণ্ডের কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার নিজেদের অবস্থানেই অনড়। নবান্নের ছাড়পত্র না মেলায় দিল্লি যেতে পারেননি এই তিন IPS অফিসার।
প্রসঙ্গত, রাজ্যের তিন IPS রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী ও ভোলানাথ পাণ্ডে-কে যখন কেন্দ্রের ডেপুটেশনে ডেকে পাঠানো হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি তোলে রাজ্য। জানানো হয়, রাজ্যে IPS ও IAS অফিসারের সংখ্যা কম। তাই কেন্দ্র চাইলেও ওই অফিসারদের ছাড়া যাবে না। কেন্দ্রের পাল্টা যুক্তি, রাজ্যের আপত্তি থাকলেও IPS-দের ডেপুটেশন পাঠানো বা বদলি করা যায়।

































































































































