অমিত শাহের সভায় যোগ দিচ্ছেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা: সূত্র

0
1

রাজ্যের শাসক দল তৃণমূল দলছুটদের তালিকা আরও একটি নাম ভেসে আসছে। যিনি শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় যোগ দিতে পারেন। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা (Saikat Panja) ইতিমধ্যেই সদলবলে কেশপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যদিও তিনি বিধায়ক পদ কিংবা দলীয়ভাবে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি।

সূত্রের খবর, আজ, শুক্রবার সন্ধেয় দলবল নিয়ে মন্তেশ্বর থেকে রওনা দিয়েছেন তৃণমূল বিধায়ক সৈকত। বিষয়টি গোপন রাখতে নিজের গাড়ি পর্যন্ত নেননি তৃণমূল বিধায়ক। একটি ভাড়া গাড়িতে তিনি যাচ্ছেন। তবে পুরোটাই অসমর্থিত সূত্রের খবর। সুতরাং, শনিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে শনিবার অমিত শাহের হাত ধরে বিজেপিতে যদি এই তৃণমূল বিধায়ক যোগদান তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ, দলবদলের তালিকায় ১০ তৃণমূল বিধায়ক আছে বলেই শোনা যাচ্ছে!

আরও পড়ুন- রাজবংশীদের সমর্থন আদায়ের লক্ষ্য? উলেনের পরিবারকে ১০ হাজার আর্থিক সাহায্য VHP-র