দেশের সেরা ‘সাইবার কপ’-এর খেতাবে কলকাতা পুলিশের ডেনিস অনুপ লাকরা

0
1

দেশের সেরা ‘সাইবার কপ’ মনোনীত হলেন কলকাতা পুলিশের (Kolkata Police) ডেনিস অনুপ লাকরা। সাইবার অপরাধ দমনে এই মূহুর্তে কোন সংস্থা দেশের সেরা, তা বাছতেই প্রতিযোগিতা। ডেটা কাউন্সিল অফ ইন্ডিয়া আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দেশের প্রায় সব তদন্তকারী সংস্থাই।

আজ কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করে লেখা হয়, “সাইবার ক্রাইম দমনে সম্মানের নতুন পালক যোগ হল কলকাতা পুলিশের মুকুটে। দেশের সেরা ‘সাইবার কপ’-এর খেতাবে ভূষিত হলেন কলকাতা পুলিশের সাইবার থানার ইন্সপেকটর ডেনিস অনুপ লাকরা। এবং ‘ক্যাপাসিটি বিল্ডিং’-এর নিরিখে দেশের সেরা তিন সাইবার থানার মধ্যে অন্যতম নির্বাচিত হল কলকাতা পুলিশের সাইবার থানা।

‘ডেটা সিকিওরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া’-র ( DSCI) এবং NASSCOM-এর বিচারে কলকাতা পুলিশের প্রাপ্তি এই সম্মান। এই দুই সংস্থার উদ্যোগে বার্ষিক সাইবার-নিরাপত্তা সম্মেলন ভার্চুয়ালি আয়োজিত হয়েছিল গতকাল। দেশের সমস্ত তদন্তকারী সংস্থার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে বিচারকরা দেশের সেরা ‘সাইবার কপ’ মনোনীত করেছেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর ডেনিস অনুপ লাকরাকে।

শুক্রবার একটি অনুষ্ঠানে নগরপাল অনুজ শর্মা সংবৰ্ধিত করেন ডেনিস অনুপ লাকরাকে।”

আরও পড়ুন-বঙ্গে ২০০ আসনের লক্ষ্য নিয়ে রণনীতি সাজালো পদ্ম, ৮ মন্ত্রীকে বাড়তি দায়িত্ব