রণক্ষেত্র বিধান ভবনে (Bidhan Bhawan)। শুক্রবার দুপুরে জিতেন প্রসাদের (Jiten Prasad) বৈঠক ছিল। বৈঠক চলাকালীন শুরু হয় ঝামেলা। বৈঠকের মাঝে একদল কংগ্রেসের সদস্যরা বিধান ভবনে ঢুকে পড়েন। এরপর চলে অধীর পন্থি বনাম সোমেন পন্থিদের মধ্যে গন্ডগোল।
উল্লেখ্য, বৃহস্পতিবারই রাজ্যে এসেছেন AICC-র ভারপ্রাপ্ত পর্যবেক্ষক জিতেন প্রসাদ। এদিন তিনি বৈঠক করার সময় সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রের অনুগামীরা দরজা খুলে ঢুকে পড়েন। এবং সোমেন মিত্র জিন্দাবাদ এবং প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ স্লোগান তুলতে থাকেন। তাঁদের অভিযোগ, সময় পেরিয়ে গেলেও কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। এছাড়াও একাধিক দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এরপর বিষয়টি একরকম হাতাহাতির পর্যায়ে পৌঁছয় অধীর পন্থিদের সঙ্গে। তৎক্ষণাৎ বৈঠক ছেড়ে বেরিয়ে যান জিতেন প্রসাদ।
আরও পড়ুন : ‘তৃণমূলেই আছি’, ইস্তফাপত্র প্রত্যাহার করে জানালেন জিতেন্দ্র তিওয়ারি

































































































































