দিল্লি যাচ্ছেন না শুভেন্দু, অমিতের সভাতেই বিজেপিতে যোগদান

0
3

কথা ছিল বৃহস্পতিবার দিল্লি যাবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari। দেখা করবেন বিজেপির ( BJP) শীর্ষ নেতৃত্বের সঙ্গে। সঙ্গে জল্পনা ছিল দিল্লিতেই গেরুয়া বাহিনীর ( Saffron Brigade) হাত ধরবেন। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে এবং শুভেন্দুর অনুরোধ ও সিদ্ধান্তেই মত পরিবর্তন করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুভেন্দু গেরুয়া পতাকা তুলে নেবেন অধিকারী পরিবারের চেনা জমি মেদিনীপুর থেকেই।

তবে স্ট্র‍্যাটেজি অনেক দিন আগেই সাজিয়েছিল বিজেপি। বিজেপি সভাপতি জেপি নাড্ডার সফরের পরে অমিত শাহের সফর মাসের শেষে করার কথা ছিল। কিন্তু শুভেন্দুর কাছে পাকা কথা পাওয়ার পরেই অমিত শাহ তাঁর সফর একটু এগিয়ে আনেন বকে। এবং সফর সূচিতে তুলে আনেন মেদিনীপুরকে। আর সেই সভাতেই আমন্ত্রিত হবেন শুভেন্দু। শেষ মুহূর্তে অঘটন কিছু না ঘটলে ১৯ ডিসেম্বরেই গেরুয়া পতাকা তুলে নেবেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন হলো শুভেন্দুর গেরুয়া বাহিনীতে যোগ দিলে বাবা শিশির অধিকারী, ভাই দিব্যেন্দু সহ পরিবারের বাকি জনপ্রতিনিধিরা কী করেন, সেটাই দেখার। রাজনৈতিকমহলও সেদিকে তাকিয়ে।

আরও পড়ুন- নিমতৌড়ির ‘অ-রাজনৈতিক’ সভায় মুখ খুলবেন শুভেন্দু ? জল্পনা চরমে