কর ছাড় পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । যার ফলে বিরাট স্বস্তি পেলেন বাংলার মহারাজ। তাঁকে ১কোটি ৫০ লক্ষ টাকা পরিষেবা কর দেওয়া থেকে ছাড় দিল ক্যাস্টমস এক্সাইছ অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাপেলেট ট্রাইব্যুনাল ( Customs Excise and Service Tax Appellate Tribunal)( সেসটাট)।

বিভিন্ন বানিজ্যিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে প্রচার , টিভি সঞ্চালনা, ক্রিকেট খেলে অর্জিত টাকা এইসবের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে কর দিতে হবে বলে জানায় কলকাতা সেন্ট্রাল এক্সাইজ ইনটেলিজেন্স। কিন্তু সেসটাট জানিয়ে দিয়েছে যে, কোন সেলিব্রিটি বিশেষ কোনও পণ্যের নাম না নিয়ে নিজের ‘ব্র্যান্ড নেম’ বা ‘হাউস মার্ক’ প্রচার করেন, তাহলে সেটা বানিজ্যিক পরিষেবা হিসাবে দেখা হবে না এবং পরিষেবা কর আইন অনুযায়ী তার জন্য কর দিতে হবে না।
সেসটাটের কলকাতা বেঞ্চ তার রায়ে আরও বলেছে, ১ কোটি ৫১ লক্ষ টাকা এবং ৫০ লক্ষ টাকার যে সুদ হয়, সেটাও পাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন:ধ্যান চাঁদের বায়োপিকে কিং খান!



































































































































