কক্সবাজার সমুদ্র সৈকতে বঙ্গবন্ধুর বালির বৃহৎ ভাস্কর্য 

খায়রুল আলম, ঢাকা

0
2

পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতে কক্সবাজার পাড়ের লাবণী পয়েন্টে নির্মিত বঙ্গবন্ধুর বিশাল ‘বালি ভাস্কর্য’ উদ্বোধন করা হয়েছে। মহান বিজয় দিবসে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। সমুদ্র সৈকতে দুটি ভাস্কর্য তৈরি হয়েছে। একটি বঙ্গবন্ধুর ফ্রি স্ট্যান্ডিং ভাস্কর্য। অপরটি রিলিফ ভাস্কর্য। সৈকতে ভ্রমণে আসা দর্শণার্থীরা এই ভাস্কর্য দেখতে পারবেন। প্রায় ৬ ফুট উচ্চতা ও ১৪ ফুট প্রশস্ত এ ভাস্কর্যটি এযাবৎকালে বাংলাদেশে নির্মিত সবচেয়ে বড় বালির ভাস্কর্য।

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যে স্থাপিত ভাস্কর্যটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এরপর প্রশাসনিকভাবে তা বিনষ্ট করে ফেলা হবে।

আরও পড়ুন- নিমতৌড়ির ‘অ-রাজনৈতিক’ সভায় মুখ খুলবেন শুভেন্দু ? জল্পনা চরমে