চলতি ডিসেম্বর মাসেই নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর (Dhakhineswar) পর্যন্ত ট্রায়াল রান শুরু করছে মেট্রো (Metro Rail)। মেট্রো সূত্রে খবর, আগামী ২৩ ডিসেম্বর এই ট্রায়াল রান হবে। ওই দিন সকাল সাড়ে ১০টা নাগাদ নোয়াপাড়া (Noapara) থেকে বরানগর (Barahanagar) হয়ে দক্ষিণেশ্বরে যাবে একটি বিশেষ রেক। প্রয়োজনীয় অনুসন্ধান ও কাজের সমীক্ষা সেরে সেই রেক ফের নোয়াপাড়া ফিরে আসবে।

আরও পড়ুন : করোনা আবহেই সোমবার থেকে বাড়ছে মেট্রোর সময়সীমা
আরও জানা গিয়েছে, কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী নিজে এই ট্রায়াল রানে হাজির থেকে সমস্ত কিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করবেন। ওইদিন সিগন্যালিং ব্যবস্থা, টেলি কমিউনিকেশন সহ যাবতীয় ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখা হবে। সন্তোষজনক রিপোর্ট এলে অগ্রাধিকারের ভিত্তিতে কমিশনার অব রেলওয়ে সেফটিকে (CRS)) সম্প্রসারিত অংশে ট্রেন চালানোর জন্য সবুজ সঙ্কেত দিতে ফের আর্জি জানাবে মেট্রো কর্তৃপক্ষ।



































































































































