কদিন আগেই পেরিয়ে গেল তাঁদের বিয়ের তারিখ। আর বুধবার ১৬ ডিসেম্বর ছিল নির্মলকুমার(nirmalkumar) চক্রবর্তীর জন্মদিন। শেষের কবিতার নায়ক তিনি । যে ছবি আজ হারিয়ে গেছে। ছায়াসূর্য, ছোটকা,ক্ষণিকের অতিথি,দহনের দুদে উকিল কিংবা দোলনা, উপহার , চলাচল,লৌহ কপাট, মধ্যরাতের তারা। বাংলা ছবির রোম্যান্টিক নায়ক(romantic hero) নিপাট সৎ ভদ্রলোকের প্রতিমূর্তি নির্মলকুমার।
মাধবী মুখোপাধ্যায়(madhabi mukhopadhayay) ও নির্মলকুমার, দুজনের সংসার একসঙ্গে ছবি করাও। কোথাও গিয়ে মান অভিমান পৃথক হতে বাধ্য করে দুজনকে তবু আজও নির্মলকুমারের জন্মদিনে দুজনে এক হন কেক কাটেন। শরীর খারাপেও দুজন দুজনের পাশে থাকেন।
পঁচিশ বছর সংসার করেছেন দুজনে।দুই মেয়ে, মিমি আর নীলাঞ্জনা।আলাদা থাকলেও আজীবন খোঁজ নিয়েছেন স্বামীর। তাঁর দেখাশোনার দায়িত্ব পালন করেছেন। স্বামী নির্মলকুমারের ৯২তম জন্মদিনও পালন করতে দ্বিধাবোধ করলেন না সত্যজিতের চারুলতা ।
নাতনিদের আবদারে নির্মলকুমারের জন্মদিনের জন্য মেয়ের বাড়ি গিয়েছিলেন মাধবী। সেখানেই চকোলেট কেক কাটলেন। নলেনগুড়ের মিষ্টিমুখ করালেন সবাইকে।
ঘিয়েরঙা শীতের চাদর মাথায়, সিঁদুর আর গোল টিপে মাধবী নির্মলকুমারের পাশে রোম্যান্টিক জুটিতে রীতিমতো নস্টালজিক । এক গাল অলিন হাসি নিয়ে সাদা চুলে আপ্লুত নির্মলকুমারও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই আপ্লুত অনুরাগীদের অভিনন্দনের বন্যা।
ভালো থাকুন রোম্যান্টিক জুটি ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.