অধিকার রক্ষায় শহরের বুকে কেবল অপারেটরদের সমাবেশ, ট্রাইকে ডেপুটেশন

0
3

মুম্বই হাইকোর্টে (Bombay High Court) ব্রডকাস্টার বনাম ট্রাই(TRAI) মামলায় লোকাল কেবল টিভি অপারেটারের(LCO/LMO) নিজস্ব নেকওয়ার্ক সম্মন্ধে ট্রাই(TRAI)-এর পক্ষে যে পর্যবেক্ষ বা সিদ্ধান্ত জমা দেওয়া হয়েছে তার অর্থ হল লোকাল অপারেটরের(LCO/LMO) কোনও নেটওয়ার্ক নেই। সমস্ত নেটওয়ার্কের মালিক হল সংশ্লিষ্ট MSO-রা এবং অপারেটররা শুধুমাত্র রিচার্জ এজেন্ট (Recharge Agent) অর্থাৎ , LCO/LMO কোনও নেটওয়ার্কের মালিক নয়।

ট্রাই-এর এই পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার কলকাতায় ট্রাই দফতর অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সমস্ত লোকাল অপারেটরদের সমাবেশ হয় এবং সেখান থেকে ট্রাইকে ডেপুটেশন জমা দেওয়া হয়। অল বেঙ্গল কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর্স ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।

আরও পড়ুন:আন্তর্জাতিক বৈঠকে কোচবিহার রাজবাড়ির ছবি: মমতাকে জবাব মোদির?

রাজ্যের প্রায় ৩০ হাজার কেবল অপারেটরকে এড়িয়ে ভারতীয় বহুজাতিক সংস্থা সরাসরি গ্রাহকদের কাছে গিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করে অল বেঙ্গল কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর্স ইউনাইটেড ফোরাম। তাদের বক্তব্য, “এটি অপারেটরদের অধিকার রক্ষার লড়াই। তাই এই লড়াইয়ে সমস্ত অপারেটররা ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছে। কোনও সুরাহা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবো আমরা।”