১০ বিধায়ক নিয়ে শনিবার বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু, সূত্র

0
1

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবারই তৃণমূলের বিধায়ক পদে ইস্তফা দেওয়া হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর (SuvenduAdhikary)৷ যদিও ওই পদত্যাগ পত্র নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছে৷ জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে শুভেন্দু বলেছেন, ‘‘এসব কোনও সমস্যাই নয়৷ স্পিকার ডাকলে ফের গিয়ে তাঁর সামনে বসে ইস্তফাপত্রে সই করে দিয়ে আসবো। আমি এখন মুক্ত মানুষ। তাই অসুবিধার কী আছে।” বিজেপি (BJP) সূত্রে খবর, শনিবারই গেরুয়া-সবুজ পতাকা হাতে নিতে পারেন তিনি। এবং বেশ কয়েকজন তৃণমূল বিধায়ককে নিয়েই দলবদল করবেন শুভেন্দু।

আরও পড়ুন : দুই মেদিনীপুরেই একই চিত্র, দাদার ‘অনুগামী’রা সঙ্গে যেতে নারাজ

এদিকে জানা গিয়েছে বুধবার বিধানসভায় এসে ইস্তফা পত্র জমা দেওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় একটি ঘরে এক বাম নেতার সঙ্গে দেখা হয় শুভেন্দুর৷ কথাও হয়৷ তখনই না’কি তাঁর বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু।

সূত্রের খবর, ওই বাম নেতাকে দেখা মাত্রই শুভেন্দু জানতে চান, “বুদ্ধবাবু (Buddhadeb Bhattacherjee) কেমন আছেন?” উত্তরে ওই নেতা বলেন, “আগের থেকে অনেক ভালো। তা, তুমি কী ঠিক করলে?’

এই প্রশ্নের উত্তরেই শুভেন্দু না’কি বলেছেন, “১৯ তারিখ বিজেপিতে যোগ দিচ্ছি। আপাতত ১০ জন বিধায়ক সঙ্গে যাবে। পরে ধাপে ধাপে।” শুভেন্দুর এই দাবি কতখানি সঠিক, তা এখনও স্পষ্ট নয়৷ তবে শোনা যাচ্ছে, শনিবার বিজেপিতে শুভেন্দুর সঙ্গেই যোগ দিতে পারেন বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত’ও (Silbhadra Dutta)৷ আবার শুভেন্দু-ঘনিষ্ঠ মহলের একাংশের কথা, “শনিবার দাদা একাই যোগ দেবেন বিজেপিতে৷ এর পর পর্যায়ক্রমে দাদা’ই যোগদান মেলার আয়োজন করবেন সেই সব অনুষ্ঠানেই একে একে বিজেপিতে যোগ দেবেন বেশ কিছু তৃণমূল বিধায়ক৷”

ওদিকে সূত্রের খবর, একজন কংগ্রেস বিধায়ক এবং একজন বাম বিধায়কও শুভেন্দুর তৎপরতায় যোগ দিতে চলেছেন বিজেপিতে৷