গত বছর ১০ জুন হঠাৎ সকলকে অবাক করে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ২০১১ ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। মুখে কিছু না বললেও কোনও এক অভিমান থেকে ক্রিকেটকে “গুডবাই” জানিয়েছিলেন যুবরাজ সিং। তবে অবসর ভেঙে ক্রিকেটের মূলস্রোতে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য পঞ্জাবের ৩০ জনের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন যুবি।
জাতীয় দলের জার্সিতে এই তারকার অলরাউন্ডার ৩০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, ৪০টি টেস্ট ও ৫৮টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ওডিআই এবং টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। একটা সময় ক্যানসারকে হার মানিয়ে ২০১৬ সালে জাতীয় দলে কামব্যাক করেছিলেন যুবরাজ। তবে তা মোটেই আশাব্যঞ্জক হয়নি। অবশেষে ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি।

































































































































