কুসংস্কারচ্ছন্ন! যার জেরে ফের এক মর্মান্তিক ঘটনা সাক্ষী রইল শহর। এবার মায়ের তন্ত্রসাধনার বলি হলেন ছেলে? সল্টলেকের (Saltlake) যুবক খুনের ঘটনায় এমনই অভিজাত এলাকায় কুসংস্কারের থাবা। ফরেনসিক বিশেষজ্ঞদের জানাচ্ছেন, সল্টলেকের এজে ব্লকের ওই বাড়িতে তন্ত্র সাধনার নমুনা পাওয়া গিয়েছে। বাড়ির চারপাশে একাধিক স্বস্তিক চিহ্ন। তদন্তে নেমে ত্রিশুলও পেয়েছেন তদন্তকারীরা।
বাড়ির পিছন থেকে পাওয়া গিয়েছে পোড়া কাঠের গুঁড়ো। গন্ধ আটকাতে কর্পূর, ঘি, ধুনো জাতীয় জিনিস পোড়ানো হয় বলেও অনুমান। হলঘরে চেয়ারে বসিয়ে দেহ পোড়ানো হয় বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। যদিও অন্য একটি বিষয়ও খটকা লাগছে পুলিশের। তন্ত্র সাধনাকে সামনে রেখে বড় কোনও অপরাধ আড়ালের চেষ্টা কিনা সেদিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সল্টলেকের এজে ব্লকের একটি বন্ধ বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার হয়। এরপরই চাঞ্চল্য ছড়ায়। বাড়ির মালিক অনিল মহেন্সারিয়ার অভিযোগের ভিত্তিতে তাঁরই স্ত্রী গীতা মহেন্সারিয়া ও ছোট ছেলে বিদুরকে গ্রেফতার করে পুলিশ। নিহত অর্জুনের বাবার অভিযোগ ছিল, বড় ছেলে অর্জুনকে খুন করে লাশ লোপাট করা হয়েছে। এই ঘটনার কিছুদিন আগে অন্য দুই ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান তাঁর স্ত্রী। কিন্তু কিছুতেই তিনি বড় ছেলের খোঁজ পাচ্ছেন না। তারপরই কঙ্কাল উদ্ধারের ঘটনা সামনে আসে।
আরও পড়ুন-বৌবাজারের চা-চক্র থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের