রাজ‍্য টেবিল টেনিস চ‍্যাম্পিয়ন প্রাপ্তি সেন এবং রনিত ভঞ্জ

0
1

রাজ‍্য টেবিল টেনিস চ‍্যাম্পিয়ন ( west bengal table tennis champion) হলেন, প্রাপ্তি সেন এবং রনিত ভঞ্জ। ফাইনালে মহিলাদের সিঙ্গলদের বিভাগে পয়মন্তি বৈশ‍্যকে হারিয়ে চ‍্যাম্পিয়ন হন প্রাপ্তি। ম‍্যাচের ফলাফল ১১-৪, ৫-১১, ১১-৮, ৯-১১,১১-৫, ১১-৫,।

পুরুষ সিঙ্গেল বিভাগে ফাইনালে আকাশ পালকে হারান রনিত ভঞ্জ। ম‍্যাচের ফলাফল ১২-১০, ১১-৩, ১১- ৬, ৯-১১, ৫-১১, ১১-৮। সিনিয়র বিভাগে সাফল‍্য না পেলেও ইউথ মহিলা বিভাগে চ‍্যাম্পিয়ন হন পয়মন্তি। অপরদিকে ইউথ পুরুষ বিভাগে চ‍্যাম্পিয়ন হন আকাশ।

করোনা পরিস্থিতির মধ‍্যে এই টুর্নামেন্ট সাফল‍্যের সঙ্গে আয়োজন করতে পেরে খুশি রাজ‍্য টেবিল টেনিস সংস্থা (west bengal table tennis association) ।

আরও পড়ুন:এগিয়ে থেকেও ৩-২ গোলে হার এসসি ইস্টবেঙ্গলের