দলবদল ভেস্তে যাওয়ায় সভামঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায( Mukul Roy)। মঙ্গলবার চাকদহের শিমুরালি মনসাপোতার মাঠে বিজেপির নদিয়া দক্ষিণ জেলা তপশিলি মোর্চার সভায় অনেকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করবেন বলে খবর ছিল। কিন্তু কেউই আসেনি। তাতে ক্ষুব্ধ হন মুকুল । এর জন্য স্থানীয় নেতৃত্তের ব্যর্থতাকে দায়ী করে নেতৃত্তের ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন ওদের কথায় ভালোবেসে আমি এখানে এসেছি । কেউ বিশ্বাসের অমর্যাদা করলে আমি ভালোভাবে নিই না ।

যোগদান হচ্ছে না জানতে পারলে আমি আসতাম না। অন্যদিকে তপশিলি মোর্চার জেলা সভাপতি তারক সরকারের দাবি, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত সদস্যসহ বিভিন্ন স্তরের তৃণমূল কর্মীরা আমাদের দলে যোগ দেওয়ার কথা ছিল । কিন্তু কিছুদিন আগে তৃণমূল থেকে আমাদের দলে আসা বিজেপি নেতারা এ ব্যাপারে আপত্তি জানায় । তাই যোগদান পর্ব বাতিল করা হয়েছে ভবিষ্যতে হয়তো তাদের আবার নেওয়া হবে।
আরও পড়ুন:শুভেন্দুর সঙ্গেই শিবিরবদল করছেন শীলভদ্র দত্ত ? জল্পনা তৃতীয় নাম নিয়েও
এদিন মুকুল বলেন রাজনীতিট আমি খুব একটা খারাপ বুঝি না । গত লোকসভা নির্বাচনের সময় বলেছিলাম আমরা ২০ থেকে ২২ টা আসন পাব। আঠারোটা পেয়েছি। অল্পের জন্য আরামবাগ এবং মালদা জিততে পারিনি। আমি বলে যাচ্ছি বিধানসভা নির্বাচনে তৃণমূল ১০০ আসন পাবে না। যতই ওরা সংখ্যালঘু-সংখ্যাগুরুর হিসাব করুন না কেন।

































































































































