টাকা বাঁচাতে জেলের ভয়ে বিজেপিতে যাচ্ছে: কাকে বললেন মমতা?

0
1

কোচবিহারের সভায় মমতা (Mamata Bandyopadhyay) বন্দ্যোপাধ্যায় বলেছেন:

কর্মীরাই সম্পদ।
তাঁরা ঠিক থাকুন।
নেতাদের কথা ভাববেন না।
দল সকলকে টিকিট দেবে না। যারা ভালো কাজ করেনি টিকিট পাবে না।
তারা আগাম বুঝে ওদিকে যাচ্ছে।
আর কেউ কেউ টাকা বাঁচাতে, জেলের বাইরে থাকতে ভয়ে বিজেপিতে (BJP) যাচ্ছে। আমি ভয় পাই না। দরকারে জেলে যেতে প্রস্তুত।

মমতা বলেন, বিজেপি আমাদের নেতাদের ফোন করছে। এমনকি আমার রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও ফোন করে বসতে চেয়েছে। অনুব্রতকে ফোন করেছে। এটা সৌজন্য? সব সীমা ছাড়াচ্ছে তারা।

আরও পড়ুন-কোচবিহারে জনসভায় কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়